বেগুনের উপকারিতা

                               * বেগুনের উপকারিতা *
# যাদের ভাল ঘুম হয়না তারা যদি বেগুন পোড়ায় মধু মিশিয়ে সন্ধ্যেবেলা চেটে খান তাহলে রত্তিরে ভাল ঘুম হবে।
# কচি বেগুন পুড়িয়ে রোজ সকালে খালি পেটে একটু গুড় মিশিয়ে খেলে ম্যালেরিয়া সারে এবং লিভার বাড়া কমে।
# বেগুনের তরকারি,বেগুন পোড়া, বেগুনের সুপে রোজ যদি একটু হিং ও রসুন মিশিয়ে খাওয়া যায় তাহলে বায়ুর প্রয়ুর প্রকোপ কমে।
# মহিলাদের নিয়মিত ঋতু না হলে নিয়মিত বেগুন খেতে পারেন। তবে যাদের শরীরে গরমের ধাত বেশী তারা বেগুন খাবেন না।
# নিয়মিত বেগুন খেলে মুত্রকৃচ্ছতা সারে।
# প্রস্রাব পরিষ্কার হওয়া এবং কিডনির ছোট পাথর গলে বেরিয়ে যেতে সাহায্য করে।
# বেগুনের রস খেলে ধুতরার বিষ নেমে যায়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url