গলায় খুশখুশি

                                             গলায় খুশখুশি
টনসিলাইটিস,ফ্যারাঞ্জাইটিস বা ল্যারিঞ্জাইটিসের কারণে গলা ব্যথা হতে পারে।

জল চিকিৎসাঃ
   ১। দিনে ৩ বার নুন গরমজলে গড়ড়ড়া। সকালে নাস্তার আগে, দুপুরে খাবার আগে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে।
   ২। শোবার সময় হিলিং থ্রোট কম্প্রেস দিতে পারেন।
   ৩। গরম বাস্প টানা। দিনে ২ বার,সকালে নাস্তার পর রাতে নুন গড়গড়ার পর।
   ৪। সম্ভব হলে গলাকে বিশ্রাম দিন।

ভেষজ চিকিৎসাঃ
   ১। আদা
* এক টুকরা আদা ধুয়ে ছিলে নিন।
# কয়েক মিনিট চিবান। অথবা গিলে ফেলুন।
   ২। ঘৃতকুমারী পাতা
* একটা পাতা ধুয়ে½ ইঞ্চি লম্বা করে টুকরা করুন।
# মুখে রাখুন।রস গিলে ফেলুন শেষ হয়ে গেলে আরেক টুকরা নিন।
   ৩। রসুন
* ১ টি টুকরো নিয়ে আশ ফেলে দিন।
# কিছুক্ষণ  মুখে রাখুন।তার পর আস্তেআস্তে  চিবিয়ে গিলে ফেলুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url