ফোসকা বা ফোড়া

ফোসকা বা ফোড়া
 শরীরের পাতলা টিশুগুলোতে কোন কারনে পুজ জমে ফুসকুড়ি বা ফোড়া হয়।
ফোড়ায় ব্যথা হয়,ফোড়োর কারনে আক্রন্ত স্থান ফুলে যেতে পারে।
জল চিকিতসা
১। দিনে দু বার গরম পানিতে তিরিশ মিনিট সেক দিতে হবে ফোড়া না পাকা পর্যন্ত।
২। পায়ুপথ বা যৌনাঙ্গের ধারে পাশে আক্রন্ত হলে প্রতিদিন তিরিশ মিনিট হট সিজবাথ নিন।
গরম সেক বা হট কম্প্রেস এবং হট বা সিজবাথ করার প্রক্রিয়া আলাদাভাবে ভিন্ন পরিচ্ছেদে বলা হয়েছে।
ভেজষ টিকিতসা:
১। পুই পাতার পুলটিস(দুটো পাতা বেটে নিন)।
* দিনে দুবার আক্রন্ত স্থানে পুলটিস লাগান।
২। গাদা ফুল এবং পাতার পুলটিস(পাচটি পাতা এবং দুটি ফুল থেতলে নিন।
*  ফোড়ার উপর দিনে ২ বার পুলটিস হিসাবে লাগান।
৩। কাঠালের কষ
*  গাছের থেকে দুধের মত যে কষ বের হয় তাকে সামান্য ভিনিগারে মিশিয়ে নিন।
    ঐ মিক্সার গরম করে হট কম্প্রেস হিসাবে ব্যবহার করুন। সেক দেবার জন্য ছোট পরিষ্কার কাপড় টুকরো ব্যবহার করুন। বিশ মিনিট করে সেক দিন।
৪। জবা ফুল এবং পাতার পুলটিস:
*  ৫ টি কচি পতা এবং দুটো ফুল থেতলে নিয়ে সরাসরি ফোড়ার উপর বসিয়ে দিন। দনে ২ বার।



Next Post
No Comment
Add Comment
comment url