প্রস্রাবের জ্বালা পোড়া

মূত্র থলিতে প্রদাহজনিত কারণে প্রস্রাবে জ্বালা পোড়া বা প্রস্রাবের অপ্রতুলতা হতে পারে।
জল চিকিৎসাঃ- ১। বিশ থেকে ত্রিশ মিনিট গরম সিজ বাথ। দিনে ২বার
                 ২। জাগ্রত অবস্থায় প্রতি ঘন্টায় ১ গ্লাস পানি পান।
ভেষজ চিকিৎসাঃ- পেপে পাতা এবং কাচা পেপে
                   ১। এক কাপ তাজা পাতা টুকরো টুকরো করুন এবং একটি কাচা পেপে সহ চার গ্লাস পানিতে ১৫ মিনিট সিদ্ধ করুন।
পরিমাণঃ-  বয়স্ক ১ কাপ দিনে ৩ বার।
            (৭-১২ বছর) আফ কাপ, দিনে ৩ বার।
ভুট্টার কেশঃ-
           ২ কাপ তাজা ভুট্টার কেশ ৪ গ্লাস পানিতে ১৫ মিনিট সিদ্ধ করুন।
 পরিমাণঃ=
         বয়স্কঃ- ১ গ্লাস দিনে ৩ বার
         (৭-১২ বছর) আফ কাপ, দিনে ৩ বার।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url