কাটা,ছেড়া বা মচকে যাওয়া রক্তক্ষয়ী ক্ষত

চামড়া বা মাংস কেটে গেলে জখম হয় এবং রক্তপাত ঘটে।

প্রাথমিক চিকিৎসা fast aid
     এক টুকরা পরিষ্কার কাপড় নিন এবং ক্ষতস্থান ১০ মিনিট আস্তে আস্তে চাপ দিতে থাকুন। এতে রক্ত বন্ধ না হলে ক্ষত স্থানে কাপড় রেখে শক্ত কিছু দিয়ে জোরে জোরে চাপ দিন। কোমল ভাবে ব্যান্ডেজ করে দিন। রোগীকে শুইয়ে দিন এবং অসুবিধা দেখা দিলে দেরী না করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। হাতে পায়ের আঙ্গুল অবশ অথবা ফেকাসে হয়ে আসছে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন। এরুপ হলে ব্যান্ডেজ ঢিলা করে দিন।

হালকা রক্তপাতে ভেষজ চিকিৎসাঃ
    ১। কচি কলাপাতা
★কচি পাতা থেতলে ক্ষত স্থানের উপর ফোটা ফোটা ঢেলে দিন।
# তারপর চেপে লাগিয়ে দিন। ১৫ মিনিটে রক্ত বন্ধ না হলে কাছাকাছি হাসপাতালে নিয়ে যান।
২। কৈলাস পাতা
★ কয়েকটি কচি পাতা ধুয়ে নিন। পিষে রস বের করুন।রসটা ক্ষতস্থানে লাগান।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url