যে কোন পোড়া (burns)

বিদ্যুৎ,উত্তাপ,রেডিয়াশান বা সংঘর্ষের কারনে শরীরোর চামড়া বা মাংসে পুড়ে যেতে পারে।

জল চিকিৎসা(water treatments)
    ১। তাৎক্ষনিকভাবে পোড়া জায়গার উপরে ঠান্ডা পানি ঢেলে দিন। ভেজা অবস্থায় ১০ মিনিট রাখুন।
   ২। ফোস্কা পড়ে গেলে,গালবেন না। জায়গাটি শুকন রাখুন। লক্ষ্য রাখুন যেন মাছি বা ধুলো না লাগে। আহত স্থানটি পাতলা পরিষ্কার কাপড়ে ঢেকে রাখুন।
  ৩। পোড়ার পরিমান যদি বেশী হয় তবে রোগীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। শরীর গরম রাখার জন্য রোগীকে গরম কাপড়ে ঢেকে রাখুন।
  ৪। পোড়া যদি অল্প হয় তাহলে চব্বিশ ঘন্টা পর গরম নুন-জলে স্থানটি ভিজিয়ে দিন। এভাবে দিনে একবার করে তিন দিন,অথবা ক্ষত না শুকানো পর্য্যন্ত করুন।

ভেষজ চিকিৎসা:
  ১। ঘৃতকুমারী(curacao aloe)
*সাবান এবং পানিতে পাতা ধৃয়ে নিয়ে পিষে রস বের করুন।
* দিনে একবার গরম নুন জলে আহত জায়গাটি ভিজিয়ে রস লাগান।
২। লটকনের পাতা(annatto leaves)
* পাতাগুলি সাবান জলে ধুইয়ে নিন। ১০ টী পাতা ৫ গ্লাস জলে সিদ্ধ করে ক্বথ তৈরি করে ঠান্ডা করে নিন।
* দিনে এক বার ১০ মিনিট আক্রান্ত স্থান ক্বথে ভিজিয়ে রাখুন।
*
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url