জল বসন্ত(chicken pox)

এটি একটি অত্যন্ত ছোয়াচে রোগ। এটি বেশীর ভাগ ক্ষেত্রে শিশুদের আক্রমন করে। এবং ভ্যারিসলা ভাইরাস এর কারনে এটি দেখা দেয়।

 জল চিকিৎসা:
  ১। জ্বর থাকলে মাথায় জল পট্টি দিতে হবে।অন্য ক্ষেত্রে স্পাঞ্জ বাথ যথেষ্ট।
  ২। রোগীকে প্রতিদিন গরমজলে স্নান স্পাঞ্জ করতে হবে। চামড়া ঘসবেন না।
  ৩। জাগ্রত অবস্থায় রোগীকে প্রচুর পরিমানে ফলের রস এবং পানি খেতে দিন।

ভেষজ চিকিৎসা:
১। কামরাঙ্গার পাতা(চুলকানীর জন্য)
* কচি পাতা ছেচে রস বের করুন।
* আক্রন্ত স্থানে দিনে ৩ বার লাগান। চামড়া ঘষবেন না
২। নিশিন্দা পাতা(জ্বরের জন্য)
* ৪ চামচ শুকনো পাতা বা ৬ টেবিল চামচ তাজা পাতা টুকরো টুকরো করে ২ গ্লাস পানিতে ১৫ মিনিট সিদ্ধ করুন।
# মাত্রা:
বয়স্ক: ১ কাপ চার ঘন্টা পর পর
শিশু: ১ টেবিল চামচ প্রতি চার ঘন্টা পর পর
(২-৬বছর) চার ভাগের এক ভাগ  প্রতি চার ঘন্টা পর পর
(৭-১২বছর)দুই ভাগের এক ভাগ প্রতি চার ঘন্টা পরপর
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url