চামড়ার ফুসকুরি

চামড়ার ফুসকুরি (dermatitis)

এটি চামড়ার প্রদাহ জনিত অসুখ।

জল চিকিৎসাঃ
  ১। দিনি এক বার ষ্টার্চ বাথ(ষ্টার্চ পানিতে নিমজ্জন স্নান)।
  ২। শুকনো ষ্টার্চ ব্যবহার করুন যদি ঐ স্থানটি চুলকায় এবং রাতে শুষ্ক হয়ে আসে।
  ৩। গোসলের সময় সাবান ব্যবহার করবেন না। তোয়ালে দিয়ে ঘা গষবোন না।
  ৪। চুলকাবেন না।

ভেষজ চিকিৎসাঃ
  ১। সিম্পাইটাস পাতা
* পাতা থেতলে রস নিন।
# আক্রন্ত স্থানে দিনে ৩ বার লাগান।
  ২। জির গাছের ছাল
* ১কাপ টুকরো করা ছাল ½গ্যালন  পানিতে ১০ মিনিট সিদ্ধ করুন।
# ঐ পানিতে আক্রন্ত স্থানে দিনে ২ বার পরিষ্কার করুন।
   ৩। কাঠ গোলাপের রস
* গাছ থেকে রস নিয়ে কয়েক ফোটা (সরিষার) তেলের সাথে মিশান।
# সরাসরি আক্রন্ত স্থানে লাগিয়ে দিন।
   ৪। আফ্রুকান লিলাক
* ১০ টি পাতা থেতলে রস করে নিন।
# না ঘষে চুলকানির উপর লাগান। যত বার চুলকায় ততো বার লাগান।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url