চুলকানী (scabies)

চুলকানী (scabies)

এটি এক ধরণের ছোয়াচে রোগ। বিশেষ করে রাতের বেলায় এটি বৃদ্ধি পায়।

জল চিকিৎসাঃ
  ১। প্রতিদিন সাবান পানিতে গোসল করুন। স্নান শেষে পরিষ্কার কাপড় চোপড় পরবেন।
  ২। রাতে ব্যবহৃত বিছানা বালিশ চাদর রোদে দিন।
  ৩। অন্যের যাতে না হয় সে জন্য একা শোবার অভ্যাস করুন।
  ৪। সম্ভব হলে শোবার আগে স্নান করুন।

ভেষজ চিকিৎসাঃ
   ১। কাঠ গোলাপ পাতা
* ১ কাপ পাতা এবং ডালের কুচি ½ কাপ নারকেল তেলের সংগে মিলিয়ে ৫ মিনিট সিদ্ধ করুন। ঠান্ডা করে বোতলে রাখুন।
# প্রতিদিন গোসলের পর আক্রন্ত স্থানে লাগান।
   ২। আম গাছের কস
* কসের সংগে কয়েক ফোটা নারকেল তেল মেশান।
# দিনে গোসলের পর এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে আক্রন্ত স্থানে লাগান।
  ৩। আমগুরুজ লতায় স্নান
* ১ মিটার লম্বা একটি লতা ১ গ্যালন পানিতে ১৫ মিনিট সিদ্ধ করুন। তারপর পর্যপ্ত পরিমানে পানি মিলিয়ে নিন যাতে একটি শিশুকে সম্পূর্ন ডুবানো যায়,যদি তার সর্বশরীর আক্রন্ত হয়ে থাকে।
# বয়স্কদের ক্ষেত্রে ঐ পানি হট কম্প্রেসের জন্য ব্যবহার করুন।
    ৪। আফ্রিকান লিলাক
* থেতলে রস বের করুন।
# গোসলের পর এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে লাগান।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url