দাদ (ringworm)

দাদ (ringworm)

এক ধরনের ফাঙ্গাস জনিত করণে চুল,হাত বা পায়ের নখ কিম্বা চামড়ায় গোলাকৃতি মত এই চুলকানী হয়।

জল চিকিৎসাঃ
   ১। প্রতিদিন পেয়ারা পাতার পাচন-জল দিয়ে স্নান করুন।
* ১০ কাপ কুচি পাতা আধা গ্যালন জলে ১৫ মিনিট যাবৎ সিদ্ধ করুন।
পাতার ছাবড়া তুলে ফেলুন এবং বোল জলে পূর্ন করুন।
"গরম থাকতে থাকতে ঐ জলে স্নান করুন।
     ২। তামাক পাতা(চুল এবং মাথা আক্রন্ত হলে)
* ১০ টি পাতা ½গ্যালন  পানিতে ১৫ মিনিট সিদ্ধ কমকরে ঠান্ডা করুন। সঙ্গে ৩ গ্যালন ঠান্ডা পানি মিলান।
, সেরে না ওঠা পর্য্যন্ত প্রতিদিন ১ বার শ্যাম্পু করুন।
    ৩। দোপাটি ফুলের পুলটিশঃ
* ৫-১০ টি ফুল থেঁতলে  রস বের করুন।
আক্রন্ত স্থানে দিনে ২ বার আধাঘন্টা ব্যবহার করুন।
    ৪। রসুনঃ
* আশ ফেলে দিয়ে লাল না হওয়া পর্যন্ত আক্রান্ত স্থানে  ঘসুন।
# দিনে ২ বার দুপুরে গোসলের পর এবং রাতে।
    ৫। রক্ত করবী ছাল এবং পাতাঃ
* ১ টুকরা ১ ফুট লম্বা ছাল ১ কাপ পাতার কুচির সঙ্গে মিলিয়ে থেঁতলে  নিন।৫ ফোটা নারকেল তেল মেশান।
# আক্রান্ত স্থানে দিনে ৩ বার লাগান।
    ৬। দাদমর্দিন পাতাঃ
* ৫ টি পাতা থেঁতলে নিন।
# আক্রন্ত স্থানে দিনে ২ বার লাগান।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url