সাইনাসের জন্য মাথা ব্যথা ( headaches due to sinusitis)

সাইনাসের জন্য মাথা ব্যথা (headaches due to sinusitis)

      এটি সাইনাসের প্রদাহ জনিত করণে হয়।
জল চিকিৎসাঃ
    ১। দিনে দুইবার নাকে গরম জলীয় বাষ্প টানা
    ২। হট ফুট বাথ( মাথা ধরা থাকলে)
    ৩। সাইনাসের উপর উষ্ণ চাপ
    ৪। দিনে ৮-১০ গ্লাস পানি বা ফলের রস পান
    ৫। মিষ্টি বা তৈলাক্ত আহার্য্য বর্জন
ভেষজ চিকিৎসাঃ
    ১। চন্দ্রমল্লিকা পাতা
* ৫টি তাজা পাতা থেৎলে তাতে ২ ফোটা নারকেল তেল দিন। পরে আগুনে সেকে নিন,যেন পুড়ে না যায়।
# গরম থাকতে থাকতে তা সরাসরি কপালের ব্যথা স্থানে এবং গালের উপর,নাকের কাছে দিন।বিকেলে শোবার সময় ৩০ মিনিট যাবত লাগিয়ে রাখুন।
     ২। কৈলাস পাতাঃ
* ১০টি তাজা পাতা আগুনে সেকে নিন।
# এক এক বার মাত্র ৪ টি করে পাতা সেক নিবেন।সাইনাস আক্রন্ত স্থানে কপালে নাকের কাছে ঐ গরম পাতা চেপে ধরুন। ঠান্ডা হলে পাতা পাল্টে নিন। এ ভাবে দিনে দুবার করুন।
    ৩। ব্রক্ষ্মষ্ঠি
* পাচটি পাতা থেতলে নিন এবং এক একটি করে খোলা আগুনে সেকে নিন।
# গরম থাকতে থাকতে ঐ পাতা সাইনাস আক্রন্ত স্থানে এবং গালের উপর প্রয়োগ করুন।ঠান্ডা হয়ে গেলে পাতা পাল্টে নিন। এ ভাবে দিনে ২ বার করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url