Fractures ( অস্থিভঙ্গ)

অস্থিভঙ্গ  

সাধারণ অস্থিভঙ্গ যেখানে চর্মের উপরে কোন ক্ষত থাকে না। হাড় ভেঙ্গে দুখন্ড হয়ে গেলে তা চর্মের মধ্যদিয়ে প্রসারিত অবস্থায় দেখা যায়।

প্রাথমিক চিকিৎসাঃ
     ১। অসুস্থ ব্যক্তিকে ধরে তোলার চেষ্টা করবেন না। সে মাটিতে টান হয়ে শুয়ে থাকবে।ভঙ্গ স্থানে কোন গাছ-গাছড়া মালিস করবেন না বা কোন পুলটিশ লাগাবেন না।
    ২। শরীরের কোথাও রক্তক্ষরণ  হচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখুন কিন্তু তার হাত পা নাড়াবেন না। যদি তার হুশ থাকে তবে তাকে জিজ্ঞেস করুন শরীরের কোথায় ব্যথা আছে।
     ৩। যখন ভগ্নস্থান চিহ্নিত করতে পারবেন তখন,দেহের ঐ অংশ নিশ্চল রাখুন। দু টুকরো কাঠ অথবা দুখানা লাঠি দ্বারা হাত অথবা পায়ের ভাঙ্গা হাড় যথা স্থানে বসিয়ে দিয়ে বেধে দিন।যদি কাছে পিঠে দড়ি বা সূতা পাওয়া না যায় তবে তার কাপড় বা শার্ট ছিড়ে বা কেটে তা দিয়ে কাঠ বা লাঠি দুখানা বেধে দিন। রুমাল থাকলে তা-ও কাজে লাগাতে পারেন।
     ৪। চট বা কাঠ দিয়ে এ ভাবে বেধে দেয়ার ফলে সন্ধি স্থল নড়ে যেতে পারবে না।ভাঙ্গা হাত দেহের সঙ্গে বেধে রাখা যেতে পারে,একই ভাবে ভাঙ্গা পা খানি আরেক পায়ের সঙ্গে বেধে রাখা যেতে পারে,যদি না কি বেধে রাখার জন্য হাতের কাছে কিছু না পাওয়া যায়।
      ৫। তৎক্ষণাত এবং অতি সাবধানে রোগীকে নিকটতম হাসপাতালে নিয়ে যান। কাপড় দিয়ে পেট বেধে দিন। কমপক্ষে ৪ ঘন্টা রাখুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url