গ্যাসজনিত পেটের ব্যথা

পেটে অস্বাভাবিক বায়ু জমে অস্বস্থির সৃষ্টি হয়।
 জল চিকিৎসা
       ১। অ্যাবডোমেনে সেক, দিনে দু বার।
       ২। তারপিন ব্যবহার দিনে ২ বার।
       ৩। সারা রাত পেটে সেক দেয়া।
       ৪। পায়ু পথে নল প্রবেশ করানো। বিশেষভাবে শিশুদের জন্য এটি প্রয়োজন।
 
ভেষজ চিকিৎসাঃ
       ১। চন্দ্রমল্লিকা পাতা:
* কয়েকটি পাতা ছেচে নারকেল তেলে মেশান
পেটের উপর তেল ঘষে মালিশ করুন।তারপর নরম কাপড় দিয়ে পেটকে বেধে দিন।কমপক্ষে ৪ ঘন্টা রাখুন।
        ২। কাচা হলুদ
* দুই ইঞ্চি আকৃতির একটি টুকরো থেতলে ২ গ্লাস পানিতে ১০ মিনিট ফুটান।
 # মাত্রাঃ
বয়স্ক: ১ কাপ ৪ ঘন্টা পর পর।
শিশু: ১ বছর ¼ কাপ ৪ ঘন্টা পর পর।
(২-৬ বছর) ¼ কাপ ৪ ঘন্টা পর পর
(৭-১২  বছর) ½ কাপ ৪ ঘন্টা পর পর।
         ৩। পুদিনা:
* এক টেবিল চামচ শুকনো পাতা বা ৫ টি তাজা পাতা ২ গ্লাস পানিতে ৫ মিনিট সিদ্ধ করুন।
# মাত্রা:
বয়স্কঃ ১ গ্লাস ৪ ঘন্টা পর পর
(২-৬ বছর) ½ কাপ ৪ ঘন্টা পর পর
(৭-১২ বছর) ১ কাপ ৪ ঘন্টা পর পর
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url