হাম অথবা চর্মে ফুসকুড়ি

হাম অথবা চর্মে ফুসকুড়ি

বুকে পিঠে ঘামাচির মত ছোট ছোট গুটি হয়,যা থেকে জ্বর পর্য্যন্ত হয়।

জল চিকিৎসাঃ
  ১। ফিভার স্পাঞ্জ বাথ( গরম জলে শরীর মোছা) দিন।দিনে ৩ বার।
  ২। কপালে ঠান্ডা পানির পট্টি দিতে হবে। বিশেষ করে মাথা ব্যথায়।
  ৩। কাশি থাকলে বুকে পিঠে সেক নিতে হবে। দিনে২ বার।
  ৪। চুলকানীর জন্য ষ্টার্চ বাথ(উপশম লাভের জন্য ষ্টার্চ পানিতে নিমজ্জন স্নান)উপকারী।
  ৫। উজ্জ্বল আলো থেকে দুরে থাকুন। ঘরের পর্দা টেনে রাখা ভাল।

ভেষজ চিকিৎসাঃ
   ১। নিশিন্দা পাতা:
সাধারন জ্বরের জন্য।
   ২। স্টার্চ বাথের জন্য বার্লি
* চামড়া ছিলে এক গামলা পানিতে চিপে রস মিলিয়ে দিন।
# বাচ্ছাকে ১০-১৫ মিনিট মিষ্টি পানিতে ভিজিয়ে নিন।চামড়া ডলবেন না,গোসল শেষে পউডারের মতও ব্যবহার করতে পারেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url