উকুন (lice infestation on the head)

       উকুন      ( lice infestation on the head)
চুলে এবং মাথায় ক্ষুদ্রাকৃতি পোকা, অস্বস্তির কারণ ঘটায়।

জল চিকিৎসাঃ
   ১। ব্যবহারের যে কোন শ্যম্পু দিয়ে চুল পরিষ্কার করুন।
   ২। শ্যাম্পুর পরপরই পরিষ্কার চিরুনি দিয়ে চুল আচড়ে জীবন্ত উকুন বের করুন।
   ৩। সম্ভব হলে প্রতি দিন শ্যাম্পু করুন।
   ৪। উকুনের ডিম মারার জন্য শ্যাম্পু করার আধাঘন্টা আগে ভিনিগারে চুল ভিজিয়ে নিয়ে উল্টেপাল্টে চুল আচড়াবেন।
   ৫। রাতে ঘুমাবার আগে ½ কাপ শরিফার বিচি গুড়ো করে ¼ কাপ তেলে ভিজিয়ে নিন। তারপর এই আড়ক মাথায় ও চুলে মালিশ করুন। এর পর পরিষ্কার কাপড় দিয়ে মাথা ঢকে নিন। পরদিন শ্যাম্পু করে চুল আচড়ে নিন।
   ৬। ডিম না মরা পর্যন্ত এ চিকিৎসা চলবে। তিন থেকে সাত দিনের মধ্যে চুল উকুন মুক্ত হয়ে যাবে।
   ৭। চুল সব সময় পরিষ্কার রাখবেন। অন্যের চিরুনি দিয়ে চুল আচড়াবেন না।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url