দাতের ব্যথা

দাতের ভেতর এবং বাইরে এ ব্যথা হতে পারে।

জল চিকিৎসাঃ
   ১। প্রতিবার খাবার পর দাত মাজুন। পরিষ্কার আঙ্গুল দিয়ে মাজবেন।
   ২। মাড়ি বা চিবুক ফুলে গেলে তিরিশ মিনিট বরফের চাপ দিন।

ভেষজ চিকিৎসাঃ
    ১। রসুন
* একটি পাতলা টুকরো কেটে নিন।
# ফুলে যাওয়া মুখ বা আক্রন্ত স্থানে লেপটে দিন।
    ২। পাথরকুচি
* ছোট একটি টুকরো কেটে নিন।
# দাতের গর্তে ঢুকিয়ে দিন। দিনে ২ বার পাল্টান।
     ৩। পুদিনা
* তাজা পাতা থেতলে রস বের করে তুলতে ভিজিয়ে নিন।
# ভেজা তুলো গর্তের উপর বসিয়ে দিন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url