ব্রন বা ফুস্কুড়ি চিকিৎসা

ষাট গ্রাম বেসন,পঞ্চাশ গ্রাম পাতিলেবুর রসে মিশিয়ে মুখে যেখানে ব্রন হয়েছে সেখানে কিছুক্ষণ লাগিয়ে রাখুন।মনে রাখবেন এই প্রলেপ লাগাবার আগে মুখ ভাল করেধুয়ে নিয়ে শুকনো করে মুছে নিতে হবে।এই প্রলেপ মুখে লাগাবার পর কিছুক্ষণ অপেক্ষা করুন।ভিজে ভাব যখন শুকিয়ে আসবে সেই সময় আস্তে আস্তে মালিশ করুন।এর পর মুখ আবার ভাল করে ধুয়ে ফেলুন।
        এবার মুখ ভাল করে মুছে নিয়ে তিলের তেলের সঙ্গে কমলালেবুর খোসার রস মিশিয়ে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে মুখে মাখবেন। এই তেল শিশিতে আগে থেকেই তৈরি করে রাখবেন। এইভাবে পরপর কিছুদিন বেসন- পাতিলেবুর মিশ্রন মুখে লাগানো ও ধুয়ে ফেলা এবং তিল- কমলালেবুর খোমার ফোটানো রস মুখে লাগালে মুখের ব্রন,ফুস্কুড়ি এবং দাদে খুব উপকার পাবেন। ।এ ছাড়া মুখের চামড়াতেও চাকচিক্য আসবে এবং রঙ ফর্সা হতে পারে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url