কাশি (cough)

কাশি

বুকে কনজেশন(বাধ পড়া) বা ব্রংকাইটিস কারনে কাশি হয়।

জল চিকিৎসাঃ
  ১। বুকে পিঠে শেক নিন।
  ২। গরম জলের ভাব নিন।

   ভেষজ চিকিৎসাঃ
  ১। নিশিন্দা পাতা:
 চার চা চামচ শুকনো পাতার টুকরো বা ছয় চা চামচ তাজা পাতা ২ গ্লাস পানিতে ১৫ মিনিট সিদ্ধ করুন।
   
   মাত্রাঃ
বয়স্ক: ½কাপ দিনে ৩ বার
শিশু: ১ চা চামচ দিনে ৩ বার
২-৬ বছর ২চা চামচ দিনে ৩ বার
৭-১২ বছর ¼ কাপ দিনে ৩ বার

   ২। কলিয়াস কুচি পাতাঃ
১ কাপ পাতা ২ গ্লাস পানিতে ১৫ মিনিট সিদ্ধ করুন
   মাত্রাঃ
বয়স্ক: ½ কাপ দিনে ৩ বার
শিশু: ১ চা চামচ দিনে ৩ বার
২-৬ বছর ২ চা চামচ দিনে ৩ বার
৭-১২ বছর ¼ কাপ দিনে ৩ বার

৩। চন্দ্রমল্লিকার পাতা এবং ফুল

  * ১ কাপ কুচি কুচি করা শুকনো পাতা এবং ফুল অথবা ½ কাপ ফুল ও পাতা ২ গ্লাস পানিতে ১৫ মিনিট সিদ্ধ করুন।
   মাত্রাঃ
* বয়স্ক: ½কাপ প্রতি ৪ ঘন্টা পর পর
শিশু: ১ চা চামচ প্রতি ৪ ঘন্টা পর পর
২-৬ বছর ২ টেবিল চামচ প্রতি ৪ ঘন্টা পর পর
৭-১২ বছর ¼ কাপ প্রতি ১ ঘন্টা পর পর

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url