ডায়েরিয়াঃ ( diarrhea)

ডায়েরিয়া : (Diarrhea)

ঘন ঘন পাতলা পায়খানা হওয়াকেই বলে ডায়েরিয়া।
নিয়ন্ত্রনঃ(how to control)
  ১। অন্তত চার ঘন্টা তরল বা শক্ত কোন প্রকার আহার্য্য খাবেন না। তিরিশ মিনিট পর পর অল্প পরিমানে সেভেন আপ অথবা ডাবের পানি খেতে পারেন। এক বারে বেশী খাবেন না।
  ২। ছোট শিশুদেরকে দুধের বদলে চালের পানি দিন।অল্প পরিমানে সেভেন আপ অথবা ডাবের পানি দিতে পারেন।
  ৩। ২৪ ঘন্টার মধ্যে না সারলে ডাক্তার দেখান।
ভেষজ চিকিৎসাঃ

১। গন্ধতৃন পাতা

  ১০ টি কচি পাতা ২ গ্লাস পানিতে ১০ মিনিট সিদ্ধ করুন। এক টেবিল চা চামচ চিনি মিলিয়ে নিন। এক টুকরো আদা থেতলে মিলিয়ে নিন।

 মাত্রাঃ
বয়স্ক: ১ কাপ দিনে ৩ বার এবং প্রতি বার পাতলা পায়খানার পর
শিশু: ১ টেবিল চামচ, দিনে ৩ বার এবং প্রতিবার পাতলা পায়খানা হবার পর।
২-৬ বছর ¼ কাপ দিনে ৩ বার।প্রতিবার পাতলা পায়খানা হবার পর।
২-৭ বছর ½ কাপ দিনে ৩ বার এবং প্রতিবার পাতলা পায়খানা হবার পর।

২। পেয়ারা পাতা
    ১০ টি পাতা কুচি করে ২ গ্লাস পানিতে ১৫ মিনিট সিদ্ধ করুন।
মাত্রাঃ
বয়স্ক: ১ কাপ দিনে ৩ বার ও প্রতিবার পাতলা পায়খানার পর
শিশু: ১ টেবিল চামচ দিনে ৩ বার ও প্রতিবার পাতলা পায়খানার পর
২-৬ বছর ¼কাপ দিনে তিন বার ও প্রতিবার পাতলা পায়খানার পর
২-৭ বছর ½ কাপ দিনে তিন বার ও পাতলা পায়খানার পর।
৩। লজ্জাবতী লতা
১ কাপ পাতার কুচি ২ গ্লাস পানিতে ১০ মিনিট সিদ্ধ করুন।
মাত্রাঃ
বয়স্ক: ১ কাপ দিনে ৩ বার এবং প্রতিবার পাতলা পায়খানার পর
শিশু: ১ টেবিল  চামচ দিনে ৩ বার ও প্রতিবার পাতলা পায়খানার পর
২-৬ বছর ¼ কাপ দিনে ৩ বার
৭-১২ বছর ½ কাপ দিনে ৩ বার।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url