একজিমা ( eczema)

একজিমা

একজিমা চামড়ায় হয়,তীব্র চুলকানি এবং জ্বালা হয়। পুজ হতে পারে,এবং চুলকালে চামড়া উঠে আসতে পারে।
জল চিকিৎসাঃ
   ১। কাটানটের সেক
* ৩ কাপ তাজা পাতা ৫ গ্লাস পানিতে ১৫ মিনিট সিদ্ধ করুন। একটি ছোট রুমালে ঢেলে নিয়ে আকড় আলাদা করুন।
একজিমার উপর বসিয়ে দিন।৩০ মিনিট রাখুন।
২। থানকুনী পাতার পুলটিশ
* ১০ টি পাতা কুচি কুচি করে নিন।
হট ফুট বাথের পর পুলটিশ হিসাবে ব্যবহার করুন। এটি রাতে শোবার আগে করবেন। সারা রাত রাখবেন।
৩। কোকো বীজের পুলটিশ
* ১০ টি বীজ ভেজে গুড়া করুন।
হট ফুট বাথের অথবা গরম শেকের পর আক্রান্ত স্থানে পুলটিশ হিসাবে লাগান।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url