fainting spells(অজ্ঞান বা অচেতন হওয়া

অজ্ঞান বা অচেতন হওয়া

ঘুম ঘুম লাগা এবং মাথা ভারশুন্য বোধ থেকে এ অবস্থা হয়।

প্রাথমিক চিকিৎসাঃ
  ১। বসা অবস্থায় থাকলে রোগীর মাথাকে এমন ভাবে স্থাপন করুন যেন মাথা হাটুর চাইতে নীচে থাকে।
  ২। অথবা এমনভাবে শুইয়ে দিন যেন পা মাথা ধকে উচুতে থাকে। এটি করা হয় যেন মাথায় রক্ত চলাচল করতে পারে।
 ৩। পালস পরীক্ষা করে দেখুন। যদি দ্রুত হয় এবং ঘন নিশ্বাস হয় তাহলে এক টুকরা কাগজ বা প্লাষ্টিক ব্যাগ দিয়ে চোঙ্গের মত বানিয়ে মুখ ঢেকে দিন যেন তার ভেতরে শ্বাস প্রশ্বাস নিতে পারে। ১৫-২০ মুনিট এর মধ্যে অবস্থা স্বাভাবিক না হলে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।
৪।রোগী যদি শ্বাস না নেয় এবং পালস বিট কমে যায় তাহলে মুখ দিয়ে কৃত্রিম উপায় শ্বাস দেবার ব্যবস্থা করুন।যদি ইতিমধ্যে দম ম্বাভাবিক হয়ে আসে তাহলে কৃত্রিম প্রক্রিয়া বন্ধ করে দিন।
৫। রোগীর প্রেসার বা ডায়বেটিস আছে কিনা জেনে নেবেন।

ভেষজ চিকিৎসাঃ
১। নোনা পাতা:
* রোগীর শ্বাস প্রশ্বাস দ্রুত হলে কয়েকটি পাতা থেতলে নিন।
* রোগীর নাকের কাছে ধরুন যেন গন্ধ নিতে পারে।
২। পেয়ারা পাতা
* কয়েকটি পাতা থেতলে নিন।
রোগীর সামনে ধরে জোরে জোরে শ্বাস নিতে বলুন। নাকের নীচে থেতলানো পাতা বসিয়েও দিতে পারেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url