মামস্ বা গাল ফোলা (mumps)

মামস্ বা গাল ফোলা (mumps)

লাল গ্রস্থি ফুলে যাওয়ার কারণে এই অত্যন্ত ব্যথাদায়ক মুখের অসুখটি হয়। সময় মত চিকিৎসা না হলে শরীরের অন্যান্য প্রত্যঙ্গ,টিসু যেমন প্যানক্রিয়াসকেও আক্রমন করতে পারে।

জল চিকিৎসাঃ
   ১। ফুলে ওঠা স্যালিভেরি গ্লান্ডের ওপর দিনে ৩ বার ঠান্ডা পট্টি দিন।
   ২। গ্ল্যান্ডস এর ওপর এবং কানের নীচে দিনে ৩ বার আইস প্যাক দিয়ে ঠান্ডা করুন।
   ৩। জ্বর হলে পট্টি দিন কপালে।
   ৪। বয়স্কদের ক্ষেত্রে সম্পুর্ন বিশ্রাম একান্ত আবশ্যক।

ভেষজ চিকিৎসাঃ
     ১। লজ্জাবতী পাতা
* কিছু পাতা থেতলে নিন।
ফোলা থাকলে ঠান্ড পট্টি দিয়ে লাগান,৩ বার ½ ঘন্টা করে।
    ২। ল্যান্টিনিয়া/দুরখী পাতা
* কুচি কুচি করে থেতলে নিন।
ফোলা জায়গায় পুলটিশ হিসাবে ব্যবহার করুন।½ ঘন্টা করে দিনে ৩ বার।
    ৩। বিলিমবি ফল
* কিছু ফল কুচি কুচি করে কাটুন এবং ছেচে ফেলুন।
৩০ মিনিট পর্যন্ত ফুলা গ্রস্থির উপরে পট্টি লাগান। দিনে ৩ বার।
    ৪। কেউ
গাটিু গুলে কুচি করে কাটুন
৩০ মিনিট পর্যন্ত ফুলা গ্রস্থির উপরে পুলটিশ হিসাবে লাগান, দিনে ৩ বার।
    ৫। নিশিন্দা পাতা
জ্বর থাকলে
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url