ইন্দ্রিয় বাকা হয় কেন?

কারো ইন্দ্রিয় সামনের দিকে,কারো বা পেছনে,অথবা পাশে বা উপরের দিকে,নীচের দিকে বেকে গেছে।ইন্দ্রিয়ের বক্রতাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে।
১। তথাকথিত বক্র ইন্দ্রিয়।
২।অপ্রকৃত বক্র ইন্দ্রিয়।
৩। প্রকৃত বক্র ইন্দ্রিয়।
*অপ্রকৃত বক্র ইন্দ্রিয় -এ ধরনের ইন্দ্রিয় উত্তজনায় সাড়া দেয়,যেমন শক্ত ও কঠিন হয়ে উত্থিত হয়। তবু একটু বাকা বলে মনে হয়।কিন্তু স্বাভাবিকভাবেই ইন্দ্রিয় একটু বাকা।আসলে ইন্দ্রিয় সরলরেখার মত নয়।একটু বাকা।
*তথাকথিত বক্র ইন্দ্রিয় - অনেক সময় অভিযোগ মত ব্ক্র হলে প্রকৃত ইন্দ্রিয় বাকা নয়।যেটুকু স্বাভাবিক থাকে তার চেয়ে হয়তো একটু বেশী বাকা। কিন্তু অভিযোগ আসে বক্র ইন্দ্রিয়ের এ ধারনা ভুল।স্বাভাবিক অঙ্গ একটু বাকা বলে মনে হয়  কেননা এর মূলে হীনমন্যতা ও যৌন জ্ঞানের অভাব।
মনে দুর্বলতা বাসা বাধলেই স্বাভাবিককে অস্বাবাভিক বলে মনে হয়।
বিয়ের পর নিয়মিত যৌন মিলনের ফলে মনের হীনমন্যতা কাটলে আর বাকা বলে মনে হয়না।
প্রকৃত ইন্দ্রিয় বক্রতা- শতকরা ৮-১০ জন পুরুষের লিঙ্গ বক্র হয়ে থাকে। এর কারণ-
ক)
বাকা লিঙ্গ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url