টম্যাটো

                     *  টম্যাটো উপকরীতা *
# একটি বড় পাকা টম্যাটো বীজ এবং খোসা সমেত দুপুরে ও রাতে খাবার আগে কাচা কামড়ে খেলে পুরোন কোষ্ঠকাঠিন্য সেরে যায়।
# যাদের ওজন কম তারা যদি নিয়মিত পাকা টম্যাটো খান তবে ওজন নিশ্চই বাড়বে।
# ফ্যাকাসে রক্তহীন চেহারার ব্যক্তিরা নিয়মিত পাকা টম্যাটো খেলে রঙে জৌলুস আসবে ও রক্তকনিকা বাড়বে।
# অর্জুন গাছের ছাল চিনি মিশিয়ে টম্যাটোর জ্যাম তৈরি করে খেলে বুকের ব্যাথা বা হার্টের ব্যাথা সেরে যায়।
# পাকা টম্যাটোর রসে মধু মিশিয়ে খেলে রক্তপিত্ত এবং রক্তবিকার সেরে যায়।
# এক কাপ নারকেলতেল এবং আধাকাপ টম্যাটো রস     একসঙ্গে মিশিয়ে শরীরে মালিশ করলে এবং তার একটু পরে হাল্কা গরম পানিতে গোসল করলে চুলকানী সেরে যায়।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url